বিশ্বমানের ’ডেটা এনালিস্ট’ তৈরিতে প্রতিশ্রুতবদ্ধ ইউআইইউ’র ডেটা সায়েন্স

  © টিডিসি সম্পাদিত

বর্তমান জ্ঞান-বিজ্ঞান চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ডেটা সায়েন্স। তথ্য-প্রযুক্তির সবচেয়ে দ্রুত বর্ধনশীল শাখাও এটি। ইউরোপ-আমেরিকার গুরুত্বপূর্ণ দেশের মতো বাংলাদেশেও ডেটা সায়েন্সের প্রসার হয়েছে। সারা বিশ্বে প্রতিনিয়তই চাহিদা বাড়ছে ডেটা এনালিস্টদের। আনন্দের বিষয়, দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ডেটা এনালিস্ট। সারা বিশ্বে সুনামের সঙ্গেই কাজ করছেন তারা। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে দেশের অত্যন্ত গুরুত্বপুর্ণ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

জানা গেছে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডেটা সায়েন্স প্রোগ্রাম। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা অ্যাকাডেমিক এবং শিল্প বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এর কারিকুলাম। শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে রয়েছেন অন্তত ১৬ জন ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব ফ্যাকাল্টিদের একাধিক সদস্যের রয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে সংশ্লিষ্ট বিষয়সমূহে পিএইচডি ডিগ্রি।

ডেটা সায়েন্স বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সুসজ্জিত ল্যাব এবং কম্পিউটিং প্রশিক্ষণের জন্য ইউআইইউর ডেটা সায়েন্স প্রোগ্রামের শিক্ষার্থীরা পান দেশের প্রথম এবং একমাত্র ব্রেন কম্পিউটার ইন্টারফেস ল্যাব সুবিধা। যে সুবিধা ইতোমধ্যেই বিভাগটির রোবটিক্স দলকে এনে দিয়েছে এশিয়ায় সেরা হওয়ার তকমা।

IMG_1659 (1)
 
ড. জান্নাতুন নুর মুক্তা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উল্লেখ করেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার এনালিস্ট হিসেবে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস (ডেভঅপস) নামে একটি আলাদা ক্ষেত্রও রয়েছে, যেখানে গ্রাজুয়েটরা নিজেদের কর্মক্ষেত্র বেছে নিতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট। এখানে একটি সফটওয়্যারের ইউজার ইন্টারফেস ডিজাইন, সার্ভার-সাইড লজিক, ডেটাবেস রক্ষণাবেক্ষণ এবং ইন্টিগ্রেশন পরিচালনাসহ যাবতীয় কাজ করা হয়।

ইতোমধ্যে প্রোগ্রামটি বাংলাদেশের লিডিং পজিশন দখল করে নিয়েছে। এই প্রোগ্রামের কারিকুলাম ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় রেখেই পরিচালিত হচ্ছে। একইসাথে ইন্ডাস্ট্রির পাশাপাশি বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ ডেটা সায়েন্স বিভাগের কারিকুলামকেও গুরুত্ব দেয়া হয়েছে। যাতে একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিতে পারেন—ড. জান্নাতুন নুর মুক্তা, ডিরেক্টর, বিএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রাম।

প্রযুক্তির ব্যবহার এবং নির্ভরতা যত বেশি বৃদ্ধি পাচ্ছে তার সাথে এসব কাজের পরিধি ততই বড় হচ্ছে। ফলে  বর্তমান সময়ে ডাটা সায়েন্সের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হচ্ছে। সেইসাথে এই সেক্টরের কর্মক্ষেত্র অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে। সেই প্রয়োজনীয়তা এবং ব্যাপ্তির কথা চিন্তা করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন করে ডাটা সায়েন্সের উপর আলাদা প্রোগ্রাম চালু করেছে। 

ডিরেক্টর ড. জান্নাতুন নুর মুক্তা বলেন, সম্প্রতি ডেটা এনালিস্ট টার্মটা অনেক বেশি পপুলার হয়েছে। এটার নেপথ্যে কারণ হলো প্রতিটি বিজনেসকে এগিয়ে নিতে স্পেশাল ডেটা এনালিস্টের প্রয়োজন পড়ে। তবে একজন ডেটা এনালিস্টের কাজকে পরিকল্পিতভাবে সাজিয়ে নিতে ডেটা সায়েন্সের ভূমিকা অনেক বেশি। অর্থাৎ তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় করার জন্য ডেটা সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজটিকে অত্যন্ত যত্নের সাথে করছে আমাদের ডেটা সায়েন্স ফ্যাকাল্টি। যেখানে একদল দক্ষ ফ্যাকাল্টি দিনরাত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। 

তিনি আরো বলেন, প্রোগ্রামটি একটু একটু করে এগোচ্ছে। ইতোমধ্যে উচ্চশিক্ষায় ডেটা সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা ইউআইইউকে পছন্দের শীর্ষে রাখছে। ক্যাম্পাসের মনোরম প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীরা এখানে পাচ্ছেন মেশিন লার্নিংয়ের ব্যবহার, জটিল ডেটা অন্বেষণ এবং বিশ্লেষণাত্মক কাজের সর্বোত্তম টেকনিক শেখার সুযোগ।
 
বাংলাদেশে ডেটা সায়েন্স শিক্ষায় প্রথম প্রোগ্রাম চালু করে ইউআইইউ। ডিরেক্টর বলেন, ইতোমধ্যে প্রোগ্রামটি বাংলাদেশের লিডিং পজিশন দখল করে নিয়েছে। এই প্রোগ্রামের কারিকুলাম ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় রেখেই পরিচালিত হচ্ছে। একইসাথে ইন্ডাস্ট্রির পাশাপাশি বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ ডেটা সায়েন্স বিভাগের কারিকুলামকেও গুরুত্ব দেয়া হয়েছে। যাতে একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিতে পারেন।

শেখন প্রক্রিয়াকে শানিত করতে ইউআইইউর ডেটা সায়েন্স প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য রয়েছে বেশকিছু সমৃদ্ধ ল্যাব সুবিধা। যেখান থেকে শিক্ষার্থীরা জব মার্কেটে প্রবেশের আগেই পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ পান। ডিরেক্টর বলেন, বিভাগের শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড রিসার্চ ল্যাব আছে৷ আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তত করতে প্রোগ্রামটিকে আমরা প্রতিনিয়ত আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি। সবমিলিয়ে একজন গ্র্যাজুয়েটকে ইন্ডাস্ট্রি বেস্ট হিসেবে তৈরি করতে যত রকমের প্রচেষ্টা থাকা আবশ্যক, তার সবটাই ডেটা সায়েন্স প্রোগ্রাম করছে।

নির্দিষ্ট কোনো প্লাটফর্ম নয় শুধু, প্রতিটি সেক্টরে এখন ডেটা এনালিস্টের ব্যাপক চাহিদা রয়েছে। এর বাইরে একজন ডেটা সাইন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অনন্য সুযোগ রয়েছে গ্র্যাজুয়েটদের— ড. জান্নাতুন নুর মুক্তা, ডিরেক্টর, বিএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রাম।

ডেটা সায়েন্স প্রোগ্রামে ভালো করতে হলে পরিসংখ্যান এবং গণিতের মতো বিষয়ে আলাদা দক্ষতা থাকা আবশ্যক। ডিরেক্টর বলেন, কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য তার দক্ষতা রয়েছে তাহলে তার জন্য ডেটা সায়েন্স বিভাগ অনেক বেশি কার্যকরী। 

ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পরিচালক বলেন, আমরা শুধু বাংলাদেশের জন্য মানবসম্পদ তৈরি করছি তা নয়। বরং একজন গ্র্যাজুয়েটকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবরকমের আয়োজন আমাদের রয়েছে৷ ডেটা সায়েন্সের একজন গ্র্যাজুয়েট শুধু কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কাজ করবে বিষয়টি সেরকম নয়। বরং পর্যাপ্ত দক্ষতা অর্জন করে কেউ চাইলে রিমোট এরিয়া থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্লাটফর্মে কাজের ক্ষেত্র গড়ে তুলতে পারেন। 

তিনি আরো বলেন, নির্দিষ্ট কোনো প্লাটফর্ম নয় শুধু, প্রতিটি সেক্টরে এখন ডেটা এনালিস্টের ব্যাপক চাহিদা রয়েছে। এর বাইরে একজন ডেটা সাইন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অনন্য সুযোগ রয়েছে গ্র্যাজুয়েটদের।

 

বর্তমানে ডেটা সায়েন্সের বাজার ও এর পরিধি সম্পর্কে পরিচালক  বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে ডেটা সায়েন্স একটি দ্রুত বর্ধনশীল একটি সেক্টর। তবে আমি মনে করি খুব শীঘ্রই এই বাজার আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে সব থেকে বেশি সুবিধা পাওয়ার সুযোগ আছে। বিশ্বব্যাপী গুগল, মেটা, টুইটারের মতো টেক জায়ান্ট কোম্পানি ছাড়াও নামি-দামি কোম্পানিগুলোতে রিমোটলি একজন ডেটা এনালিস্ট কিংবা একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ রয়েছে। ডেটা সায়েন্স থেকে বের হওয়া গ্র্যাজুয়েটদের জন্য এটা খুবই আকর্ষণীয় হবে।

ইউআইইউ'র ডেটা সায়েন্স বিভাগকে ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে একদল গুণী শিক্ষক ও গবেষক। ড. জান্নাতুন নূর বলেন, একটা লিডিং প্রোগ্রাম হিসেবে ইউআইইউ'র ডেটা সায়েন্স প্রোগ্রাম যাত্রা শুরু করেছিল। আমি চাই ভবিষ্যতে এখানকার গ্র্যাজুয়েটরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জটিল সব বিষয়ে গবেষণা এবং কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করবে। 

তার ভাষ্য, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ডেটা সায়েন্সের জন্য ইউআইইউ বেস্ট ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেয়ার জন্য কাজ করছে ইউআইইউ। দেশে বর্তমানে প্রচুর রিসার্চ টাস্ক এবং কিছু অ্যানালাইসিস কাজ আছে, এসব কাজ বাস্তবায়নের জন্য এখনও বাইরে থেকে ডেটা এনালিস্টদের হায়ার করতে হয়, আমি চাই এই শূন্যতা ইউআইইউ'র শিক্ষার্থীরা পূরণ করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence