আগামীকাল স্টেট ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ PM

‘ফাগুনের রঙে রাঙিয়ে দেই প্রাণ, গানে আর আনন্দে বরণ করি’ এ স্লোগানে ‘বসন্তকে’ বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাব আয়োজন করছে ‘বসন্ত উৎসব ১৪৩১’।
জানা গেছে, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে উদ্যাপিত হবে ‘বসন্ত উৎসব ১৪৩১’। আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে বসন্ত উৎসব উদ্যাপন হবে।
আরো পড়ুন: ১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয় এখন ৮৩৯ কোটি
এ ছাড়াও বসন্তের উচ্ছ্বাসে ভাসতে, রঙিন শাড়ি-পাঞ্জাবিতে সেজে, গানের সুরে-আলোর মেলায় বসন্তকে বরণ করে নিতে সবাইকে আহ্বান জানায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কালচারাল ক্লাব।