বণিক বাজার ২০২৪: উদ্যোক্তা প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

বণিক বাজার ২০২৪
বণিক বাজার ২০২৪  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) রোববার (২৯ ডিসেম্বর) শুরু হয়েছে প্রতীক্ষিত বণিক বাজার: ব্যবসায়িক সিমুলেশন প্রতিযোগিতা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া রঙিন ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন উদ্ভাবনী উদ্যোগের এক প্রাণবন্ত অধ্যায়ের সূচনা হলো

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (SoBE) সহকারী অধ্যাপক এবং ইউআইইউ ইডিএফ-এর মডারেটর মি. জাকোয়ান স্যার, ইউআইইউ-এর সমন্বয় পরিচালক অধ্যাপক এ.এস.এম. সালাহউদ্দিন, ইউআইইউ ইডিএফ-এর সভাপতি ইয়াসিন আশরাফ ফাহিম, ইউআইইউ এর রেজিস্টার স্যার, ডিসিসিএসএ এর সম্মানিত ডিরেক্টর স্যার এবং প্রমুখ। তাদের উপস্থিতি এই আয়োজনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

সাফল্যের প্রথম দিন

বণিক বাজারের প্রথম দিনটি সাফল্যে ভরা ছিল, যেখানে বিক্রয় আয় ১,০০,০০০ টাকারও বেশি হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫টি স্টল ছিল বৈচিত্র্যে ভরপুর, যেখানে পোশাক, খাবার, শিল্পকর্ম এবং টেকসই পণ্যসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়েছে। প্রতিটি স্টলই ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের সাক্ষী।

আজকের দিনটি ছিল জাঁকজমকপূর্ণ। কেন?

১. বৈচিত্র্যময় স্টল: বাছাই করা ১৫টি স্টলে ছিল নানা ধরনের পণ্য—যেমন আকর্ষণীয় পোশাক, সুস্বাদু খাবার, শিল্পের নানা উপকরণ এবং পরিবেশবান্ধব উদ্ভাবন।
২. গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ: প্রতিযোগীরা ক্রেতাদের সাথে সরাসরি আলাপচারিতায় অংশ নেন, পণ্য বিক্রির কৌশল শেখেন এবং নিজেদের ব্র্যান্ড প্রোমোট করেন।
৩. প্রতিভার প্রদর্শন: প্রতিযোগীরা তাদের বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক দক্ষতার চমৎকার প্রদর্শন করেন।
৪. উপলব্ধি: প্রথম দিনেই এক লক্ষ টাকার বিক্রি প্রতিযোগিতার সাফল্য এবং অংশগ্রহণকারীদের ব্যবসায়িক সম্ভাবনায় তাক লাগিয়ে দেয়।
৫. উদ্যোক্তা চেতনার উদযাপন: বণিক বাজার শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি এক প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান।

শিক্ষা এবং উন্নয়নের প্ল্যাটফর্ম

বণিক বাজার ২০২৪ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের জন্য এক বাস্তব জীবনের ব্যবসায়িক পরিবেশের অভিজ্ঞতা অর্জনের সুযোগ। এই প্রতিযোগিতা উদ্যোক্তাদের তাদের প্রতিভা প্রকাশের সুযোগ দেয়, যেখানে সৃজনশীলতা ও নেতৃত্ব এক হয়ে কাজ করে।

আগামী দিনগুলোতে কীভাবে প্রতিযোগিতার উত্তেজনা বাড়ে এবং কোন দল শীর্ষে উঠে আসে, তা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন! 

বিস্তারিত চোখ রাখুন ইডিএফ এর পর্দায়: এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence