নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে জানানোর আহ্বান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৮:৪৩ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানিয়েছে উচ্চশিক্ষালয়টি। এছাড়াও শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও আহ্বান জানানো হয়। বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোন নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এনএসইউ’র কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ নিরাপত্তা ও মঙ্গল কামনা করছে।