ব্র্যাক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ব্র্যাক শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরাও পুলিশকে ধাওয়া করে
সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ব্র্যাক শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরাও পুলিশকে ধাওয়া করে  © টিডিসি ফটো

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার ছুঁড়ে তাদেরকে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয়। পরে শিক্ষার্থীরাও পুলিশকে পাল্টা ধাওয়া করলে পুলিশও পিছু হটে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস এলাকায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সরেজমিনে দেখা যায়, ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। আর বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। শিক্ষার্থীদের দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে বসুন্ধরা এলাকায় জড়ো হচ্ছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা এলাকায় গিয়ে অবস্থান নেন।

এর আগে, গতকাল বুধবার (১৭ জুলাই) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।


সর্বশেষ সংবাদ