‘বৃক্ষের পাশাপাশি ছোট ছোট ঘাসও অক্সিজেন দিচ্ছে’

পরিবেশ দিবস উপলক্ষে গবিতে গবিসাসের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ দিবস উপলক্ষে গবিতে গবিসাসের বৃক্ষরোপণ কর্মসূচি   © টিডিসি রিপোর্ট

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। বুধবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলপাই, তেঁতুল, কাগজিলেবু, কদবেল, সফেদা, গন্ধরাজ, আতা ফল, আমলকী, জামরুল, কাঁঠাল, পেয়ারা গাছের চারা রোপণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘প্রলয়কারী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের মধ্যে সাংবাদিক সমিতির বৃক্ষরোপন কর্মসূচির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।’

সাংবাদিক সমিতির উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সিরাজুল ইসলাম বলেন, তোমাদের উদ্যোগ খুব ভালো। এতে করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপনের প্রবণতা বৃদ্ধি পাবে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, মাস্টার প্ল্যানের অভাবে অপরিকল্পিত ভাবে গড়ে উঠছে নগরায়ণ। বৃক্ষ মানুষের প্রাণ। এমনকি ছোট ছোট ঘাস ও আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে। তোমরা ছাত্রাবস্থায় এমন অভ্যাস গড়ে তুলছো এটা সত্যি প্রশংসনীয়।

সাংবাদিক সমিতির এমন উদ্যোগ দেখে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মনজুরা আখতার বলেন, বৃক্ষরোপনের এ কর্মসূচি খুবই ভালো উদ্যোগ। এটা আমাদের ক্যাম্পাসের সবুজায়নে সহায়তা করবে। আমি নিজে আজ বাড়ি গিয়ে একটি বৃক্ষরোপণ করবো।

গবিসাসের সভাপতি বলেন, ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে সুন্দরবন এলাকায় গিয়ে দেখা যায়, সুন্দরবনের জন্য সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তদ্রূপ আমরা যদি ঢাকাসহ সারাদেশে বৃক্ষনিধন বন্ধ করে রোপণের উদ্যোগ নিই, তাহলে পরিবেশ ভয়াবহ সব দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে।

১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা ও নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গবিসাস এদিনে প্রতিবছর ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে থাকে।

 

সর্বশেষ সংবাদ