নিজ শিক্ষার্থীরাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্র্যান্ডকে প্রতিনিধিত্ব করে থাকে। শিক্ষার্থীরাই তাদের বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই হিসেবে প্রতিটি শিক্ষার্থীর ভাষা, ড্রেস কোড, স্পেস ও সময় জ্ঞান খুবই গুরুত্ব পূর্ণ বলে মন্তব্য করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এর অডিটরিয়ামে অনুষ্ঠিত ’পাওয়ারফুল প্রেজেন্টেশন স্কিল’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিইউবি ব্যবসা অনুষদ বিভাগের প্রধান ও অধ্যাপক এস এম আরিফুজ্জামান। আত্মবিশ্বাসী উপস্থাপনা ও একজন ভাল পাবলিক স্পিকার হতে কি কি লাগে তার খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসা অনুষদ বিভাগের সহকারি অধ্যাপক বেনজির রহমান। 


সর্বশেষ সংবাদ