নর্দান ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নিয়ে গোলটেবিল বৈঠক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) শনিবার (২৭ জানুয়ারি) “ইভলভিং ক্যারিয়ার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: ট্রেন্ডস, চ্যালেঞ্জেস এন্ড অপরচিউনিটিজ” শীর্ষক গোলটেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি মডারেট করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে একটি শক্তিশালী সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান গুরুত্বের রূপরেখা তুলে ধরেন। তিনি বৈশ্বিক সাপ্লাইচেইন ব্যবস্থাপনার যে উন্নতি সাধন হচ্ছে তার সাথে মিলিয়ে এ দেশের পেশাদারদের প্রয়োজনীয় দক্ষতার অর্জনের উপর জোর দেন।
বক্তারা অকপটে সাপ্লাই চেইন পেশাদাররা যে সকল চ্যালেঞ্জর মুখোমুখি হন তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সাথে মিড লেভেল ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উপর গুরাত্বোরোপ করেন।
গোলটেবিল বৈঠকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল আহসান খান, বিএসএইচআরএমের সভাপতি মোহাম্মদ মাশেকুর রহমান খান, রেকিট বেনকিজার বিডির সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, দ্য লিন সিক্স সিগমা কোম্পানির সিইও নাহিদুল ইসলাম, নেসলে বাংলাদেশ লিমিটেডর সাপ্লাই চেইন ডিরেক্টর পারভেজ সাজ্জাদ।
আরও উপস্থিত ছিলেন, বিএসসিএমএসের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আবদুল আউয়াল, দ্য সিটি ব্যাংক লিমিটেডের এফসিআইপিএস, এসভিপি এবং হেড অব প্রকিউরমেন্ট মাহবুব আহমেদ চৌধুরী, সাপ্লাই চেইন কনসালটেন্ট একেএম নুরুল হুদা, গবেষণা পরিচালক মো. মাজাদুল হক, কমডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অব.) (সুরমা গার্মেন্টস লিমিটেডের উপদেষ্টা), ফয়সাল আলম (হেড অফ সাপ্লাই প্ল্যানিং, নেসলে বাংলাদেশ লিমিটেড), মো. রুম্মান হোসেন (এসসিএম, রক এনার্জি লিমিটেড), নুরে এ. খান (হেড অফ অপারেশনস, পালমাল গ্রুপ) এবং মোহাম্মদ আরিফ আনোয়ার (সিনিয়র স্পেশালিস্ট, স্ট্র্যাটেজিক সোর্সিং)