প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই নীতি অনুসরণ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে। প্রথম বারের মতো গত বুধবার (২৪ জানুয়ারি) কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অসম্প্রদায়ের সম্পৃক্ততা এবং কল্যাণের দিক বিবেচনা করে ১ম ধাপে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফফাত জাহানের উপস্থিতিতে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. শুভময় দত্ত, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাবের প্রধান উপদেষ্টা এবং পাবলিক হেলথ নিউট্রিশন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. আবদুস সালাম মন্ডল, নিউট্রিশন ক্লাবের মেন্টর ঝন্টু বাগচী , ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিবৃন্দ।

২য় ধাপে রাতে শহরের আশেপাশের ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অনুলেশ কর্মকার , মাহাদী হাসান এবং জেনারেল সেক্রেটারি মোস্তাকিম রহমান আরও ছিলেন প্রোগ্রাম ম্যানেজার অপরাজিতা রাণী ও প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট চন্দন রায়।

ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং আরো অনেকের অনুদান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট টি সফলভাবে সম্পন্ন করতে পেরে ক্লাবের সদস্যরা অত্যন্ত আনন্দের অনুভূতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার কাছে।


সর্বশেষ সংবাদ