আইএবির ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন আহছানউল্লাহ, রানার্সআপ স্টামফোর্ড

আইএবির ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন আহছানউল্লাহ, রানার্সআপ স্টামফোর্ড
আইএবির ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন আহছানউল্লাহ, রানার্সআপ স্টামফোর্ড  © টিডিসি ফটো

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৩ এর ফুটবলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আহছানউল্লাহ ইউনিভার্সিটি। এ উৎসবে রানার্সআপ হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। শুক্রবার (১৭ নভেম্বর) বার্ষিক এ ক্রীড়া উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এ আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ আইএবি স্বীকৃত দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেন।

ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিসসহ বেশকিছু জনপ্রিয় ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে বাকি সব দলকে হারিয়ে সেমিফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি, স্টামফোর্ড ও স্টেট ইউনিভার্সিটি কোলিফাই করে।

পরে সেমিফাইনালে নর্থ সাউথকে হারিয়ে আহছানউল্লাহ এবং স্টেটকে হারিয়ে স্টামফোর্ড ফাইনাল নিশ্চিত করেন। ফাইনাল ম্যাচে কোন গোল না হওয়ায় টাইব্রেকার হয়। টাইব্রেকারে স্টামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে দেয় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটির আর্কিটেকচার এক শিক্ষার্থী বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমরা গর্বিত। এতে অংশ নিয়ে আমরা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছি। আমাদের সিনিয়রদের এই অর্জন আমাদের নিজেদের অর্জন মনে হচ্ছে। তাদের এই অর্জন আমাদের নতুন আশার আলো দেখিয়েছে।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এ আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেটসহ আরও বেশকিছু ইভেন্টের আয়োজন করা হয়েছে। যা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২২ ডিসেম্বর আইএবি সেন্টারে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।


সর্বশেষ সংবাদ