গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি অধ্যাপক শাহ আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ PM

গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. অনীত কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বর্তমানে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরীকে বাংলাদেশের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির নির্বাহী কমিটি এবং শীর্ষ নির্বাহীর অনুমোদনক্রমে তিনি গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী আগামী ২ বছরের জন্য গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।