‘ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন’ বিষয়ে ইউআইইউতে সেমিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্যোগে এবং দ্যা ডেইলি স্টারের সহযোগীতায় “ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউআইইউ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে তিনটি উপস্থাপনা প্রদান করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ আতাউর রহমান এবং ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. আফজাল আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের ঢাকা শহরের নদী ও খাল গুলোর সীমানা সিএস দেখে নির্ধারণ করে দখলমুক্ত করা হবে। তিনি আরও বলেন ঢাকা শহরে বৃষ্টির পানির সঠিক ব্যবস্থাপনা এবং নগরায়নের মাধ্যমে উপযুক্ত করে ভবিষৎ প্রজম্মের জন্য গড়ে তুলতে হবে।
অন্যান্য বক্তারা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বৃষ্টির পানি ব্যবস্থাপনার গুরুত্ব, প্রতিবন্ধতকা, ব্যবহার এবং এর সঠিক বাস্তবায়ন বিষয়ে নানা দিক তুলে ধরেন।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।