সহকারী জজ হলেন স্টেট ইউনিভার্সিটির সাথী-বিল্লাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ PM
১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন স্টেট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীরা। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সহকারী জজ হিসেবে মনোনীত মোট ১০৪ জনের তালিকা প্রকাশিত হয়।
স্টেট ইউনিভার্সিটির ওই দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাথী ইসলাম ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসাইন। সহকারী জজের চূড়ান্ত ফলে সাথীর অবস্থান ৫১তম আর বিল্লাল আছেন ৭৬তম অবস্থানে। তাদের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সহকারী জজ হিসেবে মেধাতালিকায় এবারে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাঈম
এর আগে গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হন আশিক উজ জামান।
এছাড়া মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরেক বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম।