এআইইউবি এবং ই-টেকেনোলজিক এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৩৭ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ই-টেকেনোলজিক এর মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি গত ২৭শে মার্চ সোমবার স্বাক্ষরিত হয়েছে।
এ অনুষ্ঠানে এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আব্দুর রহমান এবং ই-টেকেনোলজিক এর ম্যানেজিং পার্টনার জনাব আনোয়ার হোসেন মিল্কি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন: অধ্যাপক ইমতিয়াজের বিচার দাবি বঙ্গবন্ধু পরিষদের
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক আকরাম হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক আবির আহমেদ এবং ই-টেকেনোলজিক এর পরিচালক (হিসাব ও অর্থ ) জনাব শফিকুর রহমান।
ই-টেকেনোলজিক উক্ত সমঝোতা চুক্তির আওতায় এআইইউবি-তে ল্যাবরেটরি নির্মান, পিসিভি ফ্যাব্রিকেশন মেশিনারিজ স্থাপন, ভবিষ্যৎ প্রকল্পসমূহে সহযোগিতা এবং উভয় প্রতিষ্ঠানের সুবিধার্থে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় করবে।