স্থায়ী সনদ পেল আরও ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

  © লোগো

স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার জন্য সনদ পেয়েছে বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয় হলো- ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি)। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে চিঠি পাঠিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মন্ত্রণালয়ের উপসচিব মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১০ মোতাবেক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম-এর অনুকূলে এবং ইস্টার্ন ইউনিভার্সিটি (রোড-০৬, ব্লক-বি, আশুলিয়া মডেল টাউন, খাগান, সাভার, ঢাকা)- এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিকে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো-

ক) সোসাইটিজ রেজিষ্ট্রেশন এ্যাক্ট ১৮৬০ অনুযায়ী অনতিবিলম্বে নিবন্ধন সম্পন্ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করতে হবে।

খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গঠিত কমিটির মতামত বা সুপারিশের আলোকে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান নিয়োগ ও কম্পিউটার ল্যাবে সর্বশেষ সংস্করণের প্রসেসর (কোর আই ৯) ক্রয় এবং ল্যাবের আধুনিকায়ন করতে হবে।

এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে। তবে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি)-এর চিঠিতে এ ধরনের কোন শর্ত দেয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence