স্বাধীনতা ও জাতীয় দিবসে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি’র শ্রদ্ধা

  © টিডিসি ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় পরিবার।

আরও পড়ুন: আজকে প্রতিটি শিশু স্কুলে যায়, বছরের প্রথমে বই পায়: শিক্ষামন্ত্রী

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশীষ কুমার ভট্টাচার্য্য, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মকবুল হোসেন, উপ-গ্রন্থাগারিক ড. নিখিল চন্দ্র সরকার ও জনসংযোগ কর্মকর্তা নুরুজ্জামান হোসেন ফারাবিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সর্বশেষ সংবাদ