স্বাধীনতা দিবসে ইউআইটিএস’র শ্রদ্ধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৪:২৫ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৪:৪৬ PM
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।
রবিবার (২৬ মার্চ) সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রতিষ্ঠানটি। শ্রদ্ধা নিবেদনে নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ফুল দিতে এসে কুবি ছাত্রলীগের হট্টগোল
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, সহকারী প্রক্টর মো. শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা ও বোর্ড অব ট্রাস্টিজের অফিস সেক্রেটারি মো. ওমর ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।