এবার গবির প্রশাসনিক ভবনে তালা, জরুরি সভায় প্রশাসন

প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন গবি শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন গবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমদিনের দেওয়া স্মারকলিপি গ্রহণ না করায় একাডেমিক ভবনের পর এবার প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। মঙ্গলবার (৭মার্চ) সকালে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একপর্যায়ে তারা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।  এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রকসহ অনেকেই অবরুদ্ধ হয়ে আছেন। দিনের আন্দোলনে স্থবির ৩২ একরের ক্যাম্পাস। অনেক কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষকরা অনেকে বাইরে অবস্থান করছেন। 

এদিকে অবরুদ্ধ ভবনগুলোর চারপাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তারা পরীক্ষা পেছানোর দাবিতে স্লোগান দিয়েছেন। দাবী না মানলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। সর্বশেষ তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষেদর ডিন, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা জরুরি সভা চলছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, ছয় মাসের পরীক্ষা পাঁচ মাসেই শেষ করতে চায় প্রশাসন। খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির কারণে এ পাঁচ মাসে সিলেবাসও পুরোপুরি সম্পন্ন হয়নি। অনেকেরই প্রস্তুতির ঘাটতি রয়েছে। এরইমধ্যে সামনে রমজান। রোজা রেখে  পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য।

গত ৫ মার্চ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ২৯ মার্চ পরীক্ষার তারিখ নির্ধারণ করলে বাঁধে বিপত্তি। এরই পরিপ্রেক্ষিতে স্মারকলিপি দেওয়াসহ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে এক সপ্তাহে পরীক্ষা পেছায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ সিদ্ধান্তও মানতে নারাজ শিক্ষার্থীরা। তারা রমজানে নয় একেবারে ঈদের পর পরীক্ষা দিতে চান।

উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি সেমিস্টারের পাঠদান শুরু হয় গত ২৭ নভেম্বর। ফলাফলসহ শেষ হবে ১ এপ্রিল। এটি ছয় মাসের সেমিস্টারের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ