ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন ২ মার্চ
- ইস্ট ওয়েস্ট প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ PM
বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন আগামী ২রা মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তন অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের থেকে তিন কিলোমিটার দূরে ‘আফতাবনগর খেলার মাঠে’ অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের গাউন, টুপি, ট্যাসেল, উপহার সামগ্রী ও ব্যাগ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবারের সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২৩৫১ শিক্ষার্থীকে। আর সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক প্রদান করা হবে তিনজন শিক্ষার্থীকে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী সামিয়া বিনতে হাসান; তার সিজিপিএ: ৪। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী সুমনা ইয়াসমিন; তার সিজিপিএ: ৩.৯৯ এবং ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতক ডিগ্রিধারী ফারহানা হক মাহি; তার সিজিপিএ: ৩.৯৯।