বিদ্যালয়ের সময় ৫ ঘণ্টা করার দাবি প্রাথমিকের শিক্ষকদের

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের সভাপতি
সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের সভাপতি  © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি ৫ ঘণ্টা করার দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করতে হবে। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে ।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। বিদ্যালয়ের সময় সূচি ১০টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।

আগামী ৯ জানুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি মানা না হলে তাহলে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, মো. মুনির হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, আনিসুর রহমান, তপন কুমার মন্ডল এবং জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence