প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১১:৪২ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ১১:৪২ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের সময় জানা গেছে। আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে এ ফলাফল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের পর ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কাজও শুরু হবে।
অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেছেন, শিক্ষক নিয়োগের কাজ চলমান রয়েছে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে। পদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এটি করতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। সিদ্ধান্ত না আসায় পদ বাড়ছে কি না, বলা যাচ্ছে না।
আরো পড়ুন: সরকারি চাকরিতে তিনটি জিনিস প্রয়োজন- সততা, মমতা ও দক্ষতা
দেশের সরকারি ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তিন ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, ৫৩ হাজার ৫৯৫ ও ৫৭ হাজার ৩৬৮ জন।
আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। ৩২ হাজারের বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়।