দ্রুততম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের তাগিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০১:৩১ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ PM
দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দানের জন্য ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিন এই তাগিদ এসেছ। প্রথম দিনের উল্লেখযোগ্য আলোচনার কার্যপত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর বিদ্যমান অনুপাত কমিয়ে আনার লক্ষ্যে এ বছরে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগদানের বিষয়ে আলোচনা হয়।
দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন করাসহ নবম-দশম শ্রেণিতে কারিগরী শিক্ষা আবশ্যিক করার বিষয়টি আলোচিত হয়। এছাড়া, পাঠ্যসূচিতে ট্রাফিক রুল ও ভূমি সংক্রান্ত বিষয়েও অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের প্রথমদিন মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশন ছিল। এতে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।