ছোট ব্যবসা করে বড় পরিসরে রাজনীতি করা অন্যায়: সিদ্দিকী নাজমুল আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ PM
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরূদ্ধে উঠা অভিযোগগুলো কাল্পনিক বলে দাবি করেছেন তিনি। তিনি বলছেন, ছোট ব্যবসা করে জীবন চালিয়ে বড় পরিসরে রাজনীতি করা অন্যায়, সেটা আজকে বুঝলাম। উপরের বড় বড় কর্মকান্ডগুলোর সাথে জড়িত থাকলেই হয়তো মুখোশদারীদের মতো ভালো থাকতাম। আমি প্রস্তুত আছি সব মিথ্যা মোকাবিলার দেশে স্বশরীরে উপস্থিত থেকেই প্রমাণ করবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সত্যের জয় হবেই ইনশাল্লাহ।
বিপুল পরিমাণ সম্পদের মালিকনা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে শিরোনাম হওয়া সাবেক এ ছাত্রলীগ নেতা বর্তমানে লন্ডনে বসবাস করছেন। সোমবার নিজের ফেসবুক একাউন্টে তার বিরূদ্ধে উঠা অভিযোগ নিয়ে একটি পোস্ট দেন। নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হল—
‘সত্যের জয় হবেই ইনশাল্লাহ। আমি প্রস্তুত আছি সব মিথ্যা মোকাবিলার দেশে স্বশরীরে উপস্থিত থেকেই প্রমাণ করবো কোনটা সত্য/মিথ্যা। কোন ব্যাংক থেকে বড় কোন লোন, বড় কোন টেন্ডারে অংশগ্রহণ, আইজি ডব্লিওর ব্যাবসা,ওয়েল ট্যাঙ্কার, কোন সরকারী বেসরকারী বিরাট বড় আর্থিক প্রতিষ্ঠানর পরিচালক, পাওয়ার প্ল্যান, ফিশিং ট্রলার লাইসেন্স, জ্বালানি বিষয়ক কোন কোম্পানির পরিচালক, শেয়ার বাজার পরিচালনার ব্রোকার হাউস, বন্দরে ব্যবসা, অবৈধ আবাসন ব্যবসা, ড্রেজার ব্যবসা, দালালী, বড় আইটির টেন্ডার, তদবির, ওয়াসা, খাদ্য, পূর্ত, শিক্ষা, রেল—কোন ব্যবসায় আজ পর্যন্ত অংশগ্রহণ করিনি তারপরও দুদক আমার ব্যাপারে তদন্ত করবে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, তারা সঠিক তদন্ত করে সত্য ঘটনা প্রকাশ করে কিছু নিজ দলের এবং অন্যদলের মানুষের মুখরোচক গল্প থামাবে।
২০০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত কোন মন্ত্রী অথবা সচিব অথবা কোন ডিজি কেউ যদি বলতে পারেন আমি কোন কাজ নিয়ে কারোর কাছে গেছি তাহলে যা শাস্তি মাথা পেতে নেবো । আর চরম আরেকটা কথা হলো ছাত্রজীবনে ছাত্রলীগ করা ছাড়া কোন সচিব আমি চিনিও না। ছোট ব্যবসা করে জীবন চালিয়ে বড় পরিসরে রাজনীতি করা অন্যায়, এটা আজকে বুঝলাম। উপরের বড় বড় কর্মকান্ডগুলোর সাথে জড়িত থাকলেই হয়তো মুখোশদারীদের মতো ভালো থাকতাম।
যারা আমাকে চেনেন জানেন তাদের সবারকাছে দোয়া চাই, যেন সত্যকে ধারণ করে মিথ্যাকে মোকাবেলা করতে পারি। যারা জেনুইন দুর্নীতিবাজ নিজ দলের এবং অন্য দলের তারাও প্রস্তুত থাইকেন। কারণ...............’