‘তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর ভোট ৮ ফেব্রুয়ারি’, পত্রিকায় গুরুত্ব পেয়েছে আরও যেসব খবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
দেশের বিভিন্ন প্রান্তে নানা বিষয়কে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। আজকের আলোচনায় থাকা এমন কিছু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এখানে একসঙ্গে উপস্থাপন করা হলো।
দেশের দৈনিক পত্রিকা— প্রথম আলো, সমকাল, যুগান্তর, আজকের পত্রিকা, আমার দেশ, ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম ছিল, ‘লন্ডন নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে’
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাতারের আমিরের উদ্যোগে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ শুক্রবার দুপুর নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছাড়বে বলে জানিয়েছে বিএনপি।
এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন, যার মধ্যে রয়েছেন—চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া থাকছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, খালেদা জিয়ার এপিএস মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার এবং এসএসএফের দুজন সদস্য।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক, অপারেশন থিয়েটারসহ সব সুবিধা রয়েছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ফখরুল বলেন, প্রয়োজনীয় সব আনুষঙ্গিক কাজ শেষ করা হয়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারেন, তবে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় দেরিতে পৌঁছালে তিনি ওই অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে ফিরে যাবেন।
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ ঘোষণার পর থেকে এসএসএফ ও পিজিআর তার নিরাপত্তা দায়িত্ব নিয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টার বা সড়কপথে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
৮০ বছর বয়সী খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসসহ একাধিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর তার অবস্থা অবনত হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও তদারকিতে যুক্ত আছেন।
এদিকে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে জানিয়েছেন, লন্ডনে চিকিৎসার কেন্দ্রবিন্দুতে থাকছেন ডা. জোবাইদা রহমান। তিনি আরও বলেন, মায়ের চিকিৎসা ও দেশের স্থিতি বজায় রাখার স্বার্থে তারেক রহমান সরাসরি দেশে আসছেন না।
আমার দেশের আজকের প্রধান শিরোনাম— ‘তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর ভোট ৮ ফেব্রুয়ারি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী ১১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সেদিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল জানাবেন। ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। রোববার কমিশনের সভায় এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এবং ৯ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাক্ষাৎ শেষে সিইসির রেকর্ডকৃত ভাষণ বিটিভি ও বেতারে সম্প্রচার করা হবে। এই ভাষণে সিইসি মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরে উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা চাইবেন।
ইসি ইতোমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সিইসির ভাষণ রেকর্ড করার জন্য শিগগিরই বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণের মধ্যে প্রায় দুই মাস ব্যবধান রাখা হবে; পোস্টাল ভোটসহ নানা কারণে এই সময় বাড়ানো হচ্ছে। সাধারণত ৪২–৪৫ দিনের ব্যবধান রাখা হলেও এবার অপেক্ষাকৃত বেশি সময় রাখা হচ্ছে, যা ২০১৪ সালের নির্বাচনের ৩৬ দিনের তফসিলের তুলনায় দীর্ঘ।
আজকের পত্রিকার দ্বিতীয় আলোচিত শিরোনাম— ‘পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক - অভিভাবকেরা’
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি ও স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবারও দেশজুড়ে বিদ্যালয়গুলোর অচলাবস্থা দেখা যায়। পরীক্ষা বন্ধ থাকায় ক্ষুব্ধ অভিভাবকেরা পিরোজপুর, পাবনা, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, পটুয়াখালি ও কুষ্টিয়াসহ বহু জায়গায় শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডা ও সংঘর্ষে জড়ান। বিভিন্ন স্থানে অভিভাবকেরা বিদ্যালয়ের তালা ভেঙে নিজেরাই বার্ষিক পরীক্ষা নেন, কোথাও প্রধান শিক্ষকদেরও চাপের মুখে পরীক্ষায় বসাতে বাধ্য করেন।
পাবনার ফরিদপুরে পরীক্ষায় বাধা দেওয়ায় এক অভিভাবকের ইটের আঘাতে সহকারী শিক্ষক রাজিব সরকার আহত হয়ে চারটি সেলাই নেন। পিরোজপুরের নেছারাবাদেও শিক্ষক–অভিভাবক দুই দফা সংঘর্ষে কয়েকজন আহত হন। অনেক উপজেলায় অভিভাবকেরা প্রশ্ন বিতরণ থেকে খাতা সংগ্রহ—সবকিছু নিজেরাই পরিচালনা করেন, কোথাও উপজেলা প্রশাসনও সহযোগিতা দেয়।
এদিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ অমান্য করায় শিক্ষকনেতা মোহাম্মদ শামসুদ্দিন, খায়রুন নাহার লিপি ও আরও কয়েকজনকে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যা আন্দোলনকারীরা ‘হয়রানি’ বলে দাবি করে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন। রাত ৯টার সময় পর্যন্ত শিক্ষকনেতাদের বৈঠক চলছিল।
১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে ৮ নভেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন প্রথমে সরকারের আশ্বাসে থামলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ৩০ নভেম্বর থেকে তারা নতুন করে শাটডাউন ও কর্মবিরতি শুরু করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ১১তম গ্রেড বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে এবং পে-কমিশনের সুপারিশ চূড়ান্তের পথে, তাই শিক্ষকদের অপেক্ষা করা উচিত ছিল।