জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:০৪ PM
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৩) সকালে তার পক্ষে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল। তারা চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।
জামায়াতের আমিরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষ থেকে তাদের জানানো হয়, জামায়াত আমিরের বর্তমানে অপারেশন-পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। সংশ্লিষ্ট চিকিৎসকরা ওনার সঙ্গে সশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও বলা হয়, আলহামদুলিল্লাহ, জামায়াতের আমিরের জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাকে তরল খাবারও দেওয়া হয়েছে। চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
আরও পড়ুন: পাবিপ্রবিতে খাবারের টিকিট নিয়ে শিক্ষার্থীর সঙ্গে ‘অসদাচরণ’, প্রভোস্ট ও কর্মকর্তার পদত্যাগ দাবি
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ডা. শফিকুর রহমানের ছোট ভাই, সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।