ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি ঘোষণা 

এনসিপি লোগো
এনসিপি লোগো   © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি, কোরবানির পশুর চামড়া সংগ্রহে সিন্ডিকেট প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক অস্থায়ী কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি নেতারা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, প্রতিটি ওয়ার্ডের চারটি কর্মসূচি থাকবে। প্রতিনিধি দল থাকবে। আজ থেকে তিন দিন আমাদের কর্মসূচি চলবে। সিটি করপোরেশনকে সহযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্ন করার সামগ্রী বিতরণ, সচেতনতা ইত্যাদি উত্তর ও দক্ষিণে হটলাইন চালু করছি। ওই হটলাইনে কেউ কল দিলে ৩০ মিনিটের মধ্যে তাৎক্ষণিক আমরা চলে যাবো।
 
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী এস এম শাহরিয়ার বলেন, চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, যেটা ইতিবাচক। ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী সংরক্ষণের জায়গা রাখতে হবে। তাহলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য কার্যক্রম চালাতে হবে। ফাঁকা ঢাকায় ডিএমপিকে কার্যকারী নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে’, যোগ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!