শাহবাগের উদ্দেশ্যে পথযাত্রা আপ বাংলাদেশের নেতাকর্মীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শেষে একটি পদযাত্রা নিয়ে শাহবাগের উদ্দেশ্য রওনা দিয়েছেন আপ বাংলাদেশের নেতা কর্মীরা।
আজ শুক্রবার (৯ মে) বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে এই যাত্রা শুরু করেন।
এর আগে, সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।
তারও আগে, এদিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন আপ বাংলাদেশের সমর্থক ও নেতাকর্মীরা। তাদের অনেকেই জুলাই মাসের ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নতুন বাংলাদেশ গড়ার আশায় তারা এবার একত্র হচ্ছেন ‘আপ বাংলাদেশ’-এর পতাকার তলে।