মিছিল নিয়ে যমুনায় আসলেন নাহিদ-আক্তাররা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০১:১১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এবার মিছিল নিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১২টার পর একটি মিছিল নিয়ে তারা এ আন্দোলনে যুক্ত হোন।
এসময় আন্দোলনে তাবাসসুম ও হান্নান মাসুদ উপস্থিত হোন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে পথ দিয়েছেন সার্জিস আলমও।