নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। 

তিনি লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।

এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। বর্তমানে জুলাই আন্দোলনের অনেকেই সেখানে অবস্থান করছে বলে জানা গেছে। 

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ফলে জুলাই আন্দোলনকারী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় আওয়ামী নিষিদ্ধের দাবি জোরালো হতে শুরু করে। ঠিক এমন সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়ার কথা জানান তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence