ছাত্রদের মন্ত্রণালয়ে নয়, ক্যাম্পাসে থাকার আহ্বান রিজভীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
ছাত্রদের মূল কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত 'ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ছাত্র সংগঠনগুলোর কমিটি এখন বিভিন্ন মন্ত্রণালয়ে গঠন করা হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হলেও লাখ লাখ সাধারণ মানুষের মামলা নিষ্পত্তি হয়নি। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
রিজভী আরও বলেন, শেখ হাসিনা মাদক চক্রের গডফাদারদের এমপি বানিয়েছেন এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী মহলের টাকার লুটপাট আজ সিন্দাবাদের গল্পকেও হার মানিয়েছে। তিনি টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করে বলেন, শেখ পরিবারের সদস্যরাও এ দুর্নীতির বাইরে নন।
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় 'ফ্যাসিবাদের প্রতিকৃতি' ব্যবহারের পর শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ এখনও পাচারকৃত টাকার জোরে নানাবিধ হুমকি ও অপকর্ম চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মিথ্যা মামলা দায়ের করেছেন, যাতে তারা প্রতিবাদ করতে না পারে। পাশাপাশি নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের কথাও তুলে ধরেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না রেখে দ্রুত পরিষ্কার ঘোষণা দিতে হবে। তিনি ড. ইউনূসের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, নাটোর জেলা বিএনপির নেত্রী ফারজানা শারমিন এবং ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের নেতারা।