জামায়াতে যোগ দেওয়ায় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া মো. আলী হোসেন
বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া মো. আলী হোসেন  © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) জেলা বিএনপির সিদ্ধান্তে মো. আলী হোসেনকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১১ এপ্রিল জুমার নামাজের আগে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ না করেই অন্য দলে যোগদান করায় মো. আলী হোসেনকে ইসলামপুর উপজেলা বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

আরো পড়ুন: ছুরিকাঘাতের দৃশ্য সিসিটিভিতে: পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেনি আশপাশের কেউ

আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামী রাজনীতির প্রতি আমার বিশ্বাস ও আগ্রহ ক্রমেই গভীর হয়েছে। জামায়াতের নীতিনিষ্ঠ কর্মকাণ্ড, আদর্শ ও শৃঙ্খলা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি আজ জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দিয়েছি।’

ইসলামপুর উপজেলা জামায়াতের  আমির রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আলী হোসেন আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগ দিয়েছেন। তিনি এখন জামায়াতের একজন সহযোগী সদস্য। সংগঠনের নিয়ম অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে পদ-পদবির সুযোগ রয়েছে।’


সর্বশেষ সংবাদ