পারভেজ হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ, দুপুরে সংবাদ সম্মেলনের ডাক ছাত্রদলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ AM

রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এ নিয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, নিহত ছাত্রদল কর্মীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। রবিবার রাত ১টার দিকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা জাহিদুল ইসলাম পারভেজের লাশ দেখতে যান রাকিবসহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে এ ঘটনা ঘটে।’
আরো পড়ুন: এবার রবির দুই টেকনিশিয়ানকে অপহরণ পাহাড়ি দুর্বৃত্তদের
ওসি আরও জানান, ‘বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে ‘স্টেপ’-এর চিহ্ন রয়েছে। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।’