বিএনপির মিছিলে হামলা মামলায় কৃষকলীগের সভাপতি গ্রেপ্তার
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪২ PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আনোয়ার দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় এক একর সরকারি জমি দখল করে ‘হাসনাত পার্ক’ নামে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেন।
এছাড়া, আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনেরও একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, "আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পতিত স্বৈরাচারী সরকারের আমল থেকেই নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। আজ আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, নুরুল আনোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।