গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জাবি ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি
জাবি ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি  © টিডিসি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা হোসেন বৈশাখী বলেন, ‘গত এক সপ্তাহে গাজায় যা চলছে, তা আগের সব বর্বরতাকে হার মানিয়েছে। এতে গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় ফিলিস্তিনের পাশে ছিল, এখনো রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতেও স্পষ্টভাবে ফিলিস্তিনের পাশে থাকার বিষয়ে বলা আছে৷ আন্তর্জাতিক মহলকে আমরা অনুরোধ জানাই আপনারা দ্রুত সময়ের মধ্যে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘বায়োমেট্রিক' চালু না করলে ব্যবস্থা

শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফার গণহত্যা শুধু অন্যায় কিংবা মানবাধিকার লঙ্ঘন নয়, বরং মানব ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে বিশ্ব মোড়লদের এ সংকটের একটি স্থায়ী ও যৌক্তিক সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানাই৷’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় দীর্ঘদিন থেকে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মোড়লরা নিশ্চুপ ও রহস্যজনক ভূমিকা পালন করছে। গাজা ও রাফায় ধ্বংসযজ্ঞে জাতিসংঘেরও কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। আজকের এ মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই গণহত্যা বন্ধ ও গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’


সর্বশেষ সংবাদ