সাবেক ছাত্রদল নেতা মাসুদের ঈদ সালামির টাকা বিতরণের ভিডিও ভাইরাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৩:১০ PM

কালো পাঞ্জাবি পরিহিত ছাত্রদলের সাবেক এক নেতা নিজের অফিসে মধ্যমনি হয়ে বসে আছেন। তাকে ঘিরে আছেন ২০-২৫ জন যুবক। সেই.নেতার সামনে এক হাজার টাকা ও ৫০০ টাকার অনেকগুলো বান্ডেল। আছে অন্যান্য অঙ্কের নোটও। বান্ডেল খুলে নেতা সেখান থেকে টাকা তুলে দিচ্ছেন সামনে থাকা যুবকদের হাতে। এমনই একটি দৃশ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শনিবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক’। পরে ওই ভিডিওটি ভাইরাল হয়।
২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাবেক ছাত্রদল নেতা মাসুদ প্রত্যেকের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুনতে সাহায্য করতেও দেখা যাচ্ছে একজনকে।
একজন সাবেক ছাত্রনেতার এই টাকার উৎস কী, তা নিয়ে জোর চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ একে ’চাঁদাবাজির অর্থ’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
তবে সাবেক ছাত্রদল নেতা মাসুদের দাবি, তার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ দিয়ে প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকেন। তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছেন তিনি।
তিনি বলেন, এবার সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তাছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও তাদেরকে ঈদ উপহার দেওয়া কোনো দোষের কিছু নয়। আমাদের নেতা তারেক রহমান ঈদ উপহার দেওয়ার নানা নির্দেশনা রয়েছে। সুতরাং আমি দলের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছি।