এনসিপির সংবাদ সম্মেলন পণ্ডের অভিযোগ, ছাত্রদলের অস্বীকার

এনসিপির সংবাদ সম্মেলন পণ্ডের অভিযোগ
এনসিপির সংবাদ সম্মেলন পণ্ডের অভিযোগ  © সংগৃহীত

লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ঢেকে দেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে ধাক্কা দেয়া হয়। 

এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মহান স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ’২৪ এর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না।

‘‘তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলে সেখানে পূর্ব থেকে ছাত্রদল ও বিএনপির কিছু মানুষ অবস্থান করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিই এবং সেখানে হামলা চালায় ছাত্রদল এবং বিএনপি।’’

তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম নয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে অজস্র বীর সেনানী ও বীরাঙ্গনারা আত্মবিসর্জন দিয়ে এ দেশকে মুক্ত করেছে। লালমনিরহাটের স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী, ভাষা আন্দোলনের শহিদ, মুক্তিযুদ্ধকালীন সরকারের শপথ গ্রহণের দিন, বিজয় অর্জিত পতাকা বাহিরে মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য ও প্রতীক হিসেবে ধরে রাখার জন্য মুরাল তৈরি করা হয়েছিল। মহান স্বাধীনতা দিবসে সেই সব ইতিহাসকে ঢেকে দিয়ে ’২৪ এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধকে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল বলেছে, এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি পার্টি গঠনকে কেন্দ্র করে পূর্বের জের ধরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলকে উদ্দেশ্য করে এনসিপি পার্টি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। 

প্রেস বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ ঘটনার সাথে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয় বরং জাতীয়তাবাদী ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ছাত্রদল সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা দৃঢ়ভাবে বলি এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা ছিল না ।

ছাত্রদল লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ উক্ত ঘটনার জন্য এনসিপি পার্টি কে দায়ী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী বলেন, সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে সেটি নিয়ন্ত্রণে এনেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence