টালবাহানা ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ চায় গণতান্ত্রিক ছাত্রসংসদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৫ PM

কোনোরকম টালবাহানা ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে ছাত্রসংগঠনটি।
সংগঠনের সহ-মুখপাত্র ফারদিন হাসান আন্তন প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনোরকম টালবাহানা ছাড়া ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল ‘আওয়ামী লীগ’ নিষিদ্ধ চায় এবং অনতিবিলম্বে তাদের সকল অপরাধের বিচার চায়।
গণতান্ত্রিক ছাত্রসংসদ আরও জানায়, জুলাইয়ে যুদ্ধ করে ছাত্র-শ্রমিক-জনতা যেই দলকে প্রত্যাখ্যান করেছে তাদের পুনর্বাসন কখনোই মেনে নেওয়া হবেনা।
এর আগে আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে।