বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়: আফরোজা আব্বাস
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৯:২০ PM

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। তাই সব সময় আমরা প্রচেষ্টা চালাই। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবা মন্টু দাসকে হত্যার ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ভুক্তভোগীর বাড়িতে এসেছি। যেকোনো নির্যাতনের ঘটনায় বিএনপি সবার আগে ভুক্তভোগীর পাশে দাঁড়ায়। কারণ আমরা সব সময় সবার সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই।
এ সময় আফরোজা আব্বাস মন্টু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী দেন এবং নিরাপত্তা ও পরিবারের ভরণপোষণে পাশে থাকাসহ মামলা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।
গত ১১ মার্চ দিবাগত রাতে বরগুনা পৌর শহরের কালিবাড়ি এলাকায় বাড়ির পাশে ঝোপ থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি মামলা করেন।
মন্টু চন্দ্র দাস বরগুনা বাজারের একটি মুরগির দোকানে কর্মচারী ছিলেন। তার পরিবারে দেড় মাসের এক কন্যা শিশু, চার বছরের এবং ১২ বছরের দুই কন্যা সন্তান রয়েছে।
মন্টুর পরিবারের দাবি, তার মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে মন্টু মামলা করায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মন্টুর স্ত্রী আরেকটি মামলা করেছেন। অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সৃজীব চন্দ্র রায়সহ চারজন বর্তমানে কারাগারে আছে।