‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে

‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মে আসছে এপ্রিলে
‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মে আসছে এপ্রিলে  © সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মে আসছে আগামী এপ্রিল মাসে। এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নিজেই এ তথ্য জানান তিনি।

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই প্ল্যাটফর্মে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফেসবুকের এক পোস্টে আলী আহসান জুনায়েদ বলেন, আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই। আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব।

নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবেন গুগলের এই ফর্ম পূরণ করে

এর আগে সন্ধ্যা থেকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠন আলী আহসান জুনায়েদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে গুঞ্জন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের স্বাগত জানাতে দেখা গেছে। এই গুঞ্জনের মধ্যে সন্ধ্যা ৭টার পর ফেসবুকের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন আলী আহসান জুনায়েদ।

স্ট্যাটাসে তিনি লেখেন,  ৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি।

‘‘পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান—এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।’’

তিনি আরও লেখেন, এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই।

‘‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence