হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক, ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও ভারতীয় আধার কার্ড
বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও ভারতীয় আধার কার্ড  © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন ওরফে শেখ জুয়েলও এখন ভারতে অবস্থান করছেন।

তবে শেখ সালাহউদ্দিন জুয়েল ভারতে নিজের আধার কার্ড বানানোর মাধ্যমে ভারতের নাগরিকত্ব নিয়েছেন, এমন একটি দাবি শনিবার (১৫ মার্চ) দেশের গণমাধ্যমগুলোর বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

সেসব পোস্টে দাবি করা হচ্ছে, শেখ জুয়েল আধারে তার নাম দিয়েছেন বিধান মল্লিক। বাবার নাম দিয়েছেন মুদিন্দ্রনাথ মল্লিক।

তবে এর কোনো সঠিক তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ভারতের আধার কার্ডের নম্বরের বিপরীতে কোনো ব্যক্তির তথ্য ডাটাবেজে আছে, এমনটাও কোনো গণমাধ্যম দেখাতে পারেনি এবং সেসব প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্যও জানাতে পারেনি। তাই এ তথ্য সঠিক নয় বলে মনে করছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

সামাজিক যোগাযোগামাধ্যমে সেখ সালাহউদ্দিনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে।

সেই ছবিতে দেখা গেছে, সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।

এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।

এদিকে শুক্রবার (১৪ মার্চ) রাতে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কিএক্টাবস্থা!’

উল্লেখ্য, আজ শনিবার (১৪ মার্চ) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে দ্যা ডেইলি ক্যাম্পাসেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সংশোধন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ