বাকৃবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মধ্যে সাহরি বিতরণ

সাহরি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা
সাহরি বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মধ্যে সাহরির খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এই সাহরির খাবার বিতরণ করেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: ঢাবিতে ড. আরেফিন সিদ্দিকের জানাজার জন্য পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষদের জন্যই নেওয়া হয়েছে। রমজান মাস সহমর্মিতার মাস এবং ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র মাসেও মানবতার সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে।’

বাকৃবি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence