জিয়াউর রহমানের পলিসি গ্রহণ করেছে নতুন রাজনৈতিক দল: নাছির

  © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা নতুন কোনো কিছুই দেখিনি। বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেসময় তিনি যেসব পলিসি গঠন করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছেন। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

নাছির উদ্দিন নাছির বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে আমরা তাদের পলিসিতে নতুন কোনোকিছুই দেখিনি। বরং জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদী দল গঠনে যেসব পলিসি গ্রহণ করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে। তবে এটি দোষের কিছু নয় বলে আমরা মনে করছি। নতুন রাজনৈতিক দলের মধ্যে নতুন কোনো সাংগঠনিক কাঠামো আমরা লক্ষ্য করিনি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ থেকে হয়েছে বলে আমরা মনে করছি।

তিনি বলেন, নতুন দলের বৈদেশিক নীতির বিষয়ে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব তৈরি করেছিল। বাংলাদেশের প্রতিটি মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব তৈরি করেছে। এর বিপরীতে নতুন রাজনৈতিক যে দল গঠিত হয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তাদের বৈদেশিক নীতি কি হবে সে বিষয়ে সুস্পষ্ট কোন কিছু আমরা জানতে পারিনি।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন নতুন দলের প্রধান জনাব নাহিদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে বাংলাদেশের ধনী ব্যক্তিরাই তাদের দলকে অর্থায়ন করেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের সব থেকে ধনী তারাই যারা ফ্যাসিবাদ তৈরি করেছিল। সুতরাং সেই ফ্যাসিবাদের দোসররা যে নাহিদদের অর্থ সঞ্চালন করেননি এটা নাহিদের স্পষ্ট করা উচিৎ বলে আমরা মনে করছি। এছাড়া আপনারা দেখবেন নতুন রাজনৈতিক দল তাদের ন্যূনতম সমালোচনা সহ্য করতে পারেন না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভুল ধরিয়ে তাদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমাদের সার্বিকভাবে মনে হয়েছে এই দল কোনোভাবেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারেনি বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত করতেই তারা এই দল গঠন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সংবাদ