ঐক্যফ্রন্টকে ইবি ছাত্রদলের ১৯ দফা ইশতেহার

  © লোগো

জাতীয় ঐক্যফ্রন্টকে ১৯ দফা নির্বাচনী ইশতেহার প্রস্তাব করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দফাসমূহ অন্তুর্ভূক্ত করার দাবি জানিয়েছে তারা।

গতকাল বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির কার্যালয়ে প্রস্তাবিত ওই ইশতেহার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইবি ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ।

দলীয় সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ১৯ দফা ইশতেহার প্রণয়ন করেছে তারা। শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের অনুমোদনে দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ স্বাক্ষরিত ওই ইশতেহার কেন্দ্রে পাঠানো হয়।

পৃথক দুটি কপির মধ্যে একটি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ে পাঠানো হয়েছে। অপর কপিটি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বরাবর পাঠানো হয়।

প্রস্তাবিত ওই ইশতেহারে উল্লেখযোগ্য দফাগুরো হলো, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগনের অধিকার নিশ্চিত, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা পুন:প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের শিক্ষা, কোটা সংস্কার, মেধা অনুযায়ী চাকুরী, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার, গুম, খুন, গ্রেফতার ও পুলিশি হয়রানি বন্ধ করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা ইত্যাদি।

আগামী ৮ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে একক ইশতেহার ঘোষণার কথা রয়েছে। তারই অংশ হিসেবে ইবি শাখা ছাত্রদল থেকে ১৯ দফা ইশতেহারের প্রস্তাবনা পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ বলেন, ‘দীর্ঘদিন পর আমরা নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা কেন্দ্রে ১৯ দফা ইশতেহার দিয়েছি। জাতির ক্রান্তিকাল দূর করে একটি সমৃদ্ধ দেশ গড়তে ছাত্রদল সবসময় সচেষ্ট। আশা করি জাতির কল্যাণমূলক দফাগুলো ইশতেহারে অন্তর্ভূক্ত করা হবে।’

 


সর্বশেষ সংবাদ