প্রকাশ হলো দেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০১৯, ০১:২৬ PM , আপডেট: ১২ মে ২০১৯, ০১:২৬ PM
এই প্রথমবার বাংলাদেশে নির্মাণ হয়েছে ইসলামিক ওয়েব সিরিজ ‘দ্য পিস’। পবিত্র রমজান মাস উপলক্ষে সিনেস্পট নামের একটি অ্যাপসে অবমুক্ত করা হয়েছে সিরিজটির।
‘দ্য পিস’ সিরিজটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। এটি মূলত ইসলাম এবং আধুনিক জীবনেরে গল্প অবলম্বনে নির্মিত।
নির্মাতা জানান, আমার জানা মতে এটিই বাংলাদেশে প্রথমবার নির্মিত কোনও ইসলামিক ওয়েব সিরিজ। এর গল্পে ইসলামিক কিছু নিয়ম-কানুন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এ ধরণের কাজ করে অনেক শান্তি অনুভব করছি। সিরিজটি সবার কাছে ভালো লাগবে বলেও আশা ব্যক্ত করেন নির্মাতা।
‘দ্য পিস’ সিরিজটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, সাহেদ আলী, মাসুম বাশার, মিলি প্রমুখ।