সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ AM
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, পরিবারের লোকজন আকবর আলি খানকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাবেক মন্ত্রি পরিষদ বিভাগের সচিব আকবর আলি ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
পরে সেই সময় রাজনৈতিক বিরোধের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্নে তিনিসহ চার উপদেষ্টা পদত্যাগ করেছিলেন।
সাবেক আমলা আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নেন। পরে কানাডার কুইন্স ইউনিরভার্সিটিতে অর্থনীতিতে পড়েছেন। এরপর অর্থনীতি নিয়ে পিএইচডি করেন।
পাকিস্তান সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে তিনি সরকারি চাকুরিতে যোগ দেন। অবসর নেন মন্ত্রি পরিষদ সচিব হিসেবে। অর্থ সচিবের দায়িত্বও পালন করেন তিনি।