ভারতে নারী খুনের ঘটনার ভিডিও বাংলাদেশের বলে প্রচার

বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে আছেন নারী
বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে আছেন নারী  © সংগৃহীত

সম্প্রতি একজন মারাত্মকভাবে আহত নারীর রাস্তার পাশে বসে থাকা ও তাকে পাশ থেকে মানুষজনের প্রশ্ন করার একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।

প্রচারিত পোস্টগুলোতে ওই নারীকে টুরিস্ট উল্লেখ করে টেকনাফে গণধর্ষণের শিকার বা কুমিল্লায় রাস্তায় মারধর করে ঠোঁট-জিব কেটে দেওয়া হয়েছে বা ধর্ষণের শিকার ও কথা বলা রোধ করতে জিব কেটে দেওয়া হয়েছে বলে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে।

তবে এমন ঘটনা বাংলাদেশের নয় এবং এটি ভারতের ঘটনা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তার ধারে ক্ষতবিক্ষত নারীর ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং, ভারতের পশ্চিমবঙ্গের একটি সাম্প্রতিক ঘটনার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন : তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেলেন ৮৪ হাজার শিক্ষক-কর্মচারী

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আহত নারীকে তার বাড়ি কোথায় প্রশ্ন করা হলে তার অস্পষ্ট উত্তরে প্রত্যুত্তরে একজন ব্যক্তি মুর্শিদাবাদের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা।

ওই তথ্যের সূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘News 18’ এর ওয়েবসাইটে গত ২২ জানুয়ারি প্রকাশিত ‘জয়নগরে ধানক্ষেতের ধার থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ নারীকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীর শরীরে অস্ত্রের কোপ ছিল, মুখের এক দিক থেঁতলানো অবস্থায় ছিল এবং বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

অধিকতর অনুন্ধানে ‘Vision 18 Bangla’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৪ জানুয়ারি প্রকাশিত ‘Joynagar News: বকুলতলায় ধানক্ষেতে অজ্ঞাত নারীর রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ।’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির বিষয় ও পারিপার্শ্বিকতার মিল রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence