দ্বৈত এনআইডির ঝামেলা অবসান, পুরোপুরি নিরাপদ ডেটাবেজ: ডিজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM

বাংলাদেশে এখন আর কারও দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং-এর মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
এ এস এম হুমায়ুন কবীর বলেন, সাম্প্রতিক সময়ে ৫৮৬ জন দ্বৈত এনআইডিধারীর তথ্য শনাক্ত করে তাদের প্রথম আইডিটি সচল রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। ফলে তারা নাগরিক সেবা পেতে আর কোনো বাধার সম্মুখীন হবেন না। প্রথম এনআইডি রেখে দ্বিতীয়টি বাতিল করায় এখন তারা আগের মতোই সেবা নিতে পারবেন।
ডিজি আরও বলেন, বর্তমানে আমাদের জানা মতে আর কারও দুটি এনআইডি নেই। তবে ভবিষ্যতে যদি এমন কেউ শনাক্ত হয়, তাহলে একই নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত এই ডেটাবেজে অতীতে তথ্য ফাঁসের কিছু ঘটনা ঘটলেও বর্তমানে তা নিরাপদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
ডেটা সেন্টারের নিরাপত্তা নিয়ে এনআইডি ডিজি বলেন, আমাদের ডেটা সেন্টার ২৪ ঘণ্টা সচল থাকে। এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নিরাপত্তা যাচাই করা হয়। তথ্য যাতে কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।