গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  © সংগৃহীত

আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, তবে দিনের কিছু অংশে আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এবং শুক্রবার (৯ মে) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারাদেশেই আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এ সময় তাপমাত্রা খানিকটা বাড়বে এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ বজায় থাকতে পারে।

শনিবার (১০ মে) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বাকি অংশে আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক। এই সময়ের মধ্যে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ সংবাদ