সীমান্তে ৮১ জন ভারতীয় নাগরিককে পুশ করেছে বিএসএফ

পুশ করা ভারতীয় নাগরিক
পুশ করা ভারতীয় নাগরিক  © টিডিসি ফটো

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮১ জন ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে। তাদের সবাই গুজরাট রাজ্যের বাসিন্দা বলে নিশ্চিত করেছে প্রশাসন। বুধবার (৭ মে) ভোর থেকে শুরু করে সারা দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ এলাকায় নতুন লোকজন ঢুকে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনুপ্রবেশকারীদের কেউ কেউ রাস্তায় বসে কাঁদছিলেন। আবার কেউ আবার খাবার ও আশ্রয়ের জন্য স্থানীয়দের কাছে সাহায্য চাচ্ছিলেন। আমরা তাদেরকে শুকনা খাবার দিয়েছি।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক এই অনুপ্রবেশ কার্যক্রম ছিল পূর্ব ঘোষণা ছাড়াই বাধ্যতামূলক অনুপ্রবেশ করান। অনুপ্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই অসহায় শ্রমজীবী, তাদের হাতে নেই কোনো কাগজপত্র। এছাড়াও তাদের অধিকাংশ নারী এবং শিশু বলে জানা যায়।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো তাদের সম্পর্কে ক্লিয়ার হতে পারছিনা। এছাড়াও পুরো তথ্য সংগ্রহ করতে পারেনি। সম্পূর্ণ তথ্য পেলে পরে জানিয়ে দেয়া হবে।’

খাগড়াছড়ি জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত থেকে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। একই সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুপ্রবেশের মধ্যে রয়েছে নারী-পুরুষ ও শিশু। অনুপ্রবেশকারীদের বিষয়ে আলোচনা করে পরবর্তীতে মানবিক সহায়তা প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ