বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিরাজ টাওয়ারে লাগা আগুনের দৃশ্য
সিরাজ টাওয়ারে লাগা আগুনের দৃশ্য   © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য অনুযায়ী, সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর ধাপে ধাপে আরও ৭টি ইউনিট মোতায়েন করা হয়।

তাদের তথ্য মতে, আজ সন্ধ্যায় বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহুতল ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


সর্বশেষ সংবাদ